মিরসরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে চুরিকালে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
১৯ আগস্ট (শনিবার) মধ্যরাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিটোলা খন্তাকাটা এলাকায় অভিযান চালিয়ে গরু বোঝাই ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ (গুলি), একটি ধারালো কিরিচসহ একটি ট্রাক (চট্ট মেট্রো ড ১১-২৩২৮) জব্দ করা হয়। চোরাইকৃত একটি গাভী গরু, কালো ষাঁড় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপস্থিত পুলিশের অবস্থান টের পেয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা আশেপাশের বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়দের সহায়তায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ঘটনার সাথে জড়িত আরো পলাতক ৩ জনকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন।
চট্টগ্রাম জেলা সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মুনিরুল ইসলাম জানান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই চুরির সাথে জড়িত।
আসামীদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ পৃথক চুরি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।