spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করলো রাশিয়া, শিশুসহ নিহত ৭

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করলো রাশিয়া, শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। এ হামলায় ছয় বছরের এক শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৪৪ জন। আহতদের মধ্যেও ১৫ জন শিশু রয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (১৯ আগস্ট) সকালে উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি থিয়েটারে এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জায় অর্থোডক্স খ্রিস্টানদের ছুটির দিন উদযাপন করার সময় রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি শহরের ইমপসিং থিয়েটারে আঘাত হানে। এতে আশেপাশের ভবনগুলোর ছাদ থেকে টাইলস উড়ে ছিটকে পড়ে। ১০০ মিটার দূরে একটি ভবনে আগুনও ধরে যায়। হামলায় একটি প্রধান চত্বর এবং একটি বিশ্ববিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ইতোমধ্যে।

জাতিসংঘ এই হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই ‘সন্ত্রাসী হামলার’ কড়া জবাব দেবে ইউক্রেনের সেনারা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ