spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম‘সাংবাদিক’ পরিচয়ে ইয়াবা পাচার, আটক ২

‘সাংবাদিক’ পরিচয়ে ইয়াবা পাচার, আটক ২

spot_img

বাংলাধারা প্রতিবেদন » 

‘সাংবাদিক’ পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারকালে দুই যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদমতলী ফ্লাইওভারের উপর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

আটককৃতরা হলেন, সুমন দত্ত (২৮) ও মোঃ সানোয়ার হোসেন (২৬) । তারা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা এলাকার বাসিন্দা।

ওসি মহসিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন দত্ত ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, সে নিয়মিত টেকনাফ থেকে সিরাজগঞ্জ ইয়াবা পাচার করে। পথে চেকিংয়ের ঝুঁকি এড়াতে সাংবাদিকতার কার্ড ব্যবহার করে।

তিনি বলেন, সাংবাদিকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ ও কলুষিত করে কার্ডসর্বস্ব এই ‘সাংবাদিক’ ইয়াবা পাচার করছিল সিরাজগঞ্জে। তাদের বিরূদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ