চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডেঙ্গু রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলা করেছি। একইভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হব। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গবেষণার জন্য একটি দল গঠন করি। উনাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শের আলোকে বর্তমানে সর্বাধুনিক মশার ওষুধ ছিটানো হচ্ছে।
রোববার (২০ আগস্ট) সকালে বিশ্ব মশা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত ডেঙ্গু মশা সম্পর্কে জনসচেতনতামূলক র্যালি ও প্রচার অভিযান শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি মশা নিয়ন্ত্রণে চাই জনসচেতনতা। কেবল ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, যদি আমরা নিজেদের বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ না করি। বিশেষ করে সম্প্রতি ব্যাপক বৃষ্টিতে অনেকের ভবনের আন্ডারগ্রাউন্ড ও ছাদের বিভিন্ন অংশে পানি জমেছে। নাগরিকদের প্রতি আহ্বান, যাতে তারা এই জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননের সুযোগ কমান।
সমাবেশের পর মেয়র এলাকাবাসীর হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং তদারকি করেন মশা নিধন কার্যক্রম। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় র্যালিতে অংশ নেন কাউন্সিলর এম আশরাফুল আলম, এসরারুল হক এসরাল, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।