spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারহোটেলরুমের কক্ষে মিললো আওয়ামীলীগ নেতার রক্তাক্ত মরদেহ

হোটেলরুমের কক্ষে মিললো আওয়ামীলীগ নেতার রক্তাক্ত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
spot_img

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাইফ উদ্দিন নামের এক আওয়ামীলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পৌরসভার ঝাউতলা হলিডে মোড়ের হোটেল সানমুনের ২০৮ নাম্বার কক্ষ হতে দুই হাত বাঁধা রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নৃশংস খুনের শিকার আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিন কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়ীত্ব পালন করেছিলেন। সর্বশেষ পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও অন্য বিভাগের ইন্টেলিজেন্সরা রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (২০ আগস্ট) বিকেলে সাইফ উদ্দিন সানমুন হোটেলে রুম নিয়েছিলেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তবে, তিনি কিভাবে কখন হোটেলে মারা গেছেন তার বিস্তারিত তথ্য তারা জানাতে পারেনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ