spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

বান্দরবান প্রতিনিধি
spot_img

বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২১আগষ্ট) সকালে বান্দরবান কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মেলন কক্ষে ভপ্রধান অতিথি থেকে এসব ধানের বীজ তুলে দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় বান্দরবানের সাতটি উপজেলার ২ হাজার বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৬ মেট্রিক টন ধানের বীজ বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এম এম শাহ্ নেওয়াজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, জেলা পরিষদের সদস্য ক‍্যসাপ্রু মারমা, সদস্য লক্ষ্মীপদ দাসসহ ক্ষতিগ্রস্ত কৃষক প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের বন্যায় ও পাহাড়ি ঢলে বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭১ হাজার কৃষক। প্রায় নয় হাজার হেক্টর কৃষি জমি ও মিশ্র বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানিতে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩১০ কোটি টাকা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ