চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিকের গেঞ্জিতে সোনার প্রলেপ দিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ৫৬০ গ্রাম সোনা এবং ৪২১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৫২ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় এক নাগরিক আরব আমিরাত থেকে বাংলাদেশে এলে এয়ারপোর্ট কাস্টমস, চট্টগ্রাম কাস্টম হাউস কর্মকর্তা ও শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করেন।