চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অবহেলায় দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ঢাকনা বিহীন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে বেশ কয়েকটি ম্যানহোল। এতে যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। টাইগারপাস হয়ে কদমতলী- নিউমার্কেট যাওয়ার পথে চট্টগ্রামের ফুসফুস ক্ষ্যত সিআরবি সংলগ্ন সড়কে এই দৃশ্য বিদ্যমান। এতে এখন পর্যন্ত বেশ কয়েকটি মোটরসাইকেল পড়েছে দুর্ঘটনার কবলে।
ওই এলাকার ভাসমান দোকানে শরবত বিক্রেতা মোবারক হোসেন বলেন, গত পরশু সকলে দোকান খুলতে এসে দেখি দুটি মোটরসাইকেল উল্টে পড়ে আছে। রাস্তার ঠিক মাঝখানে ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটার পর আমি নিজের থেকে একটা লাঠির মাথায় লাল কাপড় দিয়ে ম্যানহোলের মুখে লাগিয়ে দিয়েছি যাতে এরপর আবার কোন দুর্ঘটনা না ঘটে।
এব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এই বিষয়টা সম্পর্কে আমি অবগত ছিলাম না। যত দ্রুত সম্ভব এই সমস্যা নিরসনের ব্যবস্থা করছি।