spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারসড়কে চাঁদাবাজি/ রামুতে আটক যুবককে সাজা

সড়কে চাঁদাবাজি/ রামুতে আটক যুবককে সাজা

কক্সবাজার প্রতিনিধি
spot_img

রামুতে সড়কে গরুর গাড়ি থামিয়ে প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় হাতেনাতে এক যুববকে আটক করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে চেরাংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাকে সাজা দেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা।

আটক যুবক মোরশেদুল হক প্রকাশ (গেঞ্জু) ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, কিছু ব্যবসায়ী গর্জনিয়া বাজার থেকে গরু কিনে আসার পথে সেসব গাড়ি থামিয়ে কিছু অসাধু চক্র প্রতিনিয়ত চাঁদা তোলার অভিযোগ ছিল। খবর পেয়ে অভিযান চালালে অপরাধী হাতেনাতে ধরা পড়ে।

তিনি আরো বলেন, তখনই ভ্রাম্যমাণ আদালত চালিয়ে যুবককে একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তার নামে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। সমস্যা নিরসনে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

খবর নিয়ে জানা যায়, আটক যুবকের বিরুদ্ধে রামু থানাসহ ও কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাজা পাওয়া যুবক দীর্ঘদিন ধরে রামু চৌমুহনী স্টেশনে প্রকাশ্যে চাঁদাবাজি করত। কারণে-অকারণে সাধারণ মানুষ এবং পথচারীদের মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিত। বিভিন্ন মামলায় কারাভোগ করে আবারো অপরাধে জড়িয়ে পড়ে। এই সিন্ডিকেটের সাথে আরো কয়েক যুবক জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি করেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ