spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারমিয়ানমার থেকে অবৈধভাবে আসা ১৮ মহিষ আটক

মিয়ানমার থেকে অবৈধভাবে আসা ১৮ মহিষ আটক

কক্সবাজার প্রতিনিধি
spot_img

রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করানো ১৮টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা।সোমবার (২১ আগস্ট) বেলা দেড়টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপি। এমনটি জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির কমান্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে মহিষ প্রবেশ করানো হচ্ছে এমন খবর আসে। খবর পেয়ে বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির চৌকস আভিযানিক দল ৩৪/৭ পিলারের একশত গজ উত্তর পশ্চিম এলাকা কাঠালবনিয়ায় অবস্থান নেয়। সেই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো ১৮টি মহিষ জব্দ করতে সক্ষম হয়। এসময় বিজিবির সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধভাবে আসা জব্দ করা মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে আইনি পন্থায় এসব মহিষের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ