spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকচন্দ্রযান-৩ অবতরণকে ঘিরে ভারতজুড়ে উত্তেজনা বাড়ছে

চন্দ্রযান-৩ অবতরণকে ঘিরে ভারতজুড়ে উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

ভারতে চন্দ্রযান পাঠিয়েছে ভারত। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রযান-৩ মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে। কয়েকদিন আগে রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার খবর গণমাধ্যমে আসায় ভারতের এ অভিযান সফল হবে কিনা তা নিয়ে ভারতের জনগণের মাঝে বাড়ছে উত্তেজনা। বিভিন্ন মন্দিরে অভিযানের সফলতার বিষয়ে করা হচ্ছে প্রার্থনাও।

২০১৯ সালে ব্যর্থতার পরে চাঁদে অবতরণের ক্ষেত্রে এটি ভারতের দ্বিতীয় প্রচেষ্টা। চন্দ্রযান-৩-এর সাফল্য হবে দক্ষিণ মেরুতে এর প্রথমবারের মতো অবতরণ। চাঁদের এই অঞ্চলটি এমন একটি অঞ্চল, যার ছায়াযুক্ত গর্তগুলোতে পানির বরফ রয়েছে, যা ভবিষ্যতে চাঁদে বসবাসকে সমর্থন করতে পারে।

চন্দ্রযান-৩-এর সফল অবতরণ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধানকে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চন্দ্রাভিযান কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশে প্রাদেশিক সরকার চাঁদে অবতরণ বিশেষভাবে দেখাতে সব স্কুলকে নির্দেশ দিয়েছে, যা শুধুমাত্র কৌতূহলকে উৎসাহিত করবে না, বরং তরুণদের মধ্যে অনুসন্ধানের প্রতি অনুরাগ জাগাবে। এছাড়া গুজরাট কাউন্সিল অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে দুই হাজার স্কুলশিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। এই আয়োজন গুজরাটের ৩৩টি জেলা কমিউনিটি সায়েন্স সেন্টারজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে।

কলকাতার সংস্কৃতি মন্ত্রণালয় চাঁদের মিশনটি উদযাপন করার জন্য একটি বিজ্ঞান পার্টির আয়োজন করেছে। এটি লোকেদের সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনন্দদায়ক শিক্ষামূলক অ্যাডভেঞ্চার উপভোগের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ