spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদখেলাধূলাষ্টার ফেয়ার ফুটবল কাপ ২০২৩ অনুষ্ঠিত

রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড প্রেসেন্টস

ষ্টার ফেয়ার ফুটবল কাপ ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
spot_img

 

 

‘মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি’ এই স্লোগানকে সামনে রেখে স্টার ফেয়ার ফ্যাশন এন্ড গ্রুমিং কালচারাল ইন্সটিটিউট সংগঠনের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ই আগস্ট) এ টি ডাব্লিও এরিনা তে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। এই ফুটবল টুনামেন্ট ২টি দল ব্ল্যাক টাইগার এবং ফ্রিডম ফাইটার ফাইনলে অংশ গ্রহন করেছে।

খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্রগ্রামের চেয়ারম্যান জসীম আহমেদ। বিশেষ অতিথী ছিলেন ক্লিক লাইফ স্টাইল বিজনেস ম্যাগাজিনেরসম্পাদক জালাল উদ্দীন সাগর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্টার ফেয়ার এর উপদেষ্টা এবং ফুটবল টুনামেন্ট প্রেসিডেন্ট সমাজ সেবক হাসানুজ্জামান ,চট্টলকুড়ির পরিচালক রাজিবুল হক চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, সাজু আহমেদ, জয় দে, শওকত হোসাইন জোসি, সাইমুন আহমেদ, সজীব আনোয়ার ইভান, সাইফুল্লাহ, চট্টলকুঁড়ির অভিবাকক ও স্টার ফেয়ার কালচারাল ইন্সটিটিউট এর সকল মডেল এবং অভিবাবক, কো অডিনেটর প্রিন্স মুন্না, মিরাজ, তুহিন, বিজয়, মাহিন, মিডিয়া ডিরেক্টর আশরাফুল ইসলাম,অনুষ্ঠান পরিকল্পনাকারী আরিয়ান আহমেদ এবং স্টার ফেয়ার ফ্যাশন এন্ড গ্রুমিং কালচারাল ইন্সটিটিউট প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন আলো।

শান্তির প্রতীক কবুতর উড়িয়ে, কেক কাটা এবং বাংলাদেশের জনপ্রিয় শিশু সংগঠন চট্টলকুঁড়ির ক্ষুদে তারকাদের সৃজনশীল নৃত্যঙ্গনের অসাধারণ ফুটবল খেলার ডিসপ্লে ও জাতীয় সংগীতের আয়জনের মাধ্যমে ফাইনাল খেলার জন্য মাঠে নামেন ব্ল্যাক টাইগার এবং ফ্রিডম ফাইটার। ডিসপ্লে পরিচালনা ও কোরিওগ্রাফি করেন রবিউল হোসেন জাহিদ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আতাহার ইস্তিয়াকএবং সঞ্চালনায় ছিলেন ফজলে রাব্বী তাওহীদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্য ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ