spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদখেলাধূলামেসির পায়ের জাদুতে আরো এক ফাইনালে মায়ামি

মেসির পায়ের জাদুতে আরো এক ফাইনালে মায়ামি

ক্রীড়া ডেস্ক
spot_img

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর বদলাতে শুরু করেছে ইন্টার মায়ামির ভাগ্য। চাঞ্চল্যকর একটি জয়ের পর পায়ের জাদুতে মেসি ইন্টার মায়ামিকে সুযোগ করে দিলো আরো একটি ফাইনাল খেলার। ইন্টার মায়ামি বনাম সিনসিনাটি সেমি ফাইনালে মাঠে নামলে শুরুতে অনেকটা চাপে ছিলে ইন্টার মায়ামি। ম্যাচের প্রতম ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলো ইন্টার মায়ামি।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ফেরায় লিওনেল মেসির দল। এরপর বাড়তি সময়ের খেলা শুরু হলে ১১৪তম মিনিটে যুযা কিয়েবোর গোলে সমতায় ফেরে সিনসিনাটি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে সিনসিনাটির হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন কুবো। মায়ামির হয়ে প্রথম শটটি নেন মেসি। বাঁ পাশের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এরপর সিনসিনাটির সান্তিয়াগো আরিয়াস ও মায়ামির ফাকুন্দো ফারিয়াস দুজনেই লক্ষ্যভেদ করেন। টাইব্রেকারের স্কোরকার্ডে ২–২ গোলে সমতা, সেখান থেকে ৪–৪ এবং তারপর মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন। সেখানে ৫-৪ গোলের ব্যবধানের জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন কাপের ফাইনালের টিকিট কেটেছে মায়ামি।j

আরও পড়ুন

spot_img

সর্বশেষ