কালুরঘাটে কর্ণফুলী নদীর মাঝে বিকল হয়ে গেছে ফেরি। এতে আটকা পড়েছেন যাত্রী সাধারণ ও যানবাহন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে নদীর পূর্ব পাড় থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা ফেরি নদীর মাঝ পথে বিকল হয়ে যায়।
এসময় ফেরি থেকে নৌকা যোগে মানুষজন নদীর কূলে ফিরছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মো. খোরশেদ আলম।
ফেরিতে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ জানান, তিনি নগরীর জেলা অফিসে জরুরি কাজে রওনা দিয়েছেন। তবে নদীর মাঝ পথে ফেরিতে আটকা পড়েছেন।
তিনি বলেন, ফেরিটি কি কারণে আটকা পড়েছে তা ফেরি চালকরা বলতে পারছে না। ৪৫ মিনিট পর একজন এসে ফেরি চালু করতে সক্ষম হয়। এ ভোগান্তি যেন দিন দিন বেড়েই চলেছে।