বাংলাধারা ডেস্ক »
দুর্নীতির মামলায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না? দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে এ প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার (১৬ জুন) অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দুদকের করা আবেদনের শুনানিতে আদালতের প্রশ্ন, “তিনি (মিজান) কি দুদকের চেয়েও ক্ষমতাবান?”
জবাবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে জানান, ডিআইজি মিজানকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, জেসমিন ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম