spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমিরসরাইয়ে বাসের ধাক্কায় ভটভটি চালক নিহত

মিরসরাইয়ে বাসের ধাক্কায় ভটভটি চালক নিহত

মিরসরাই প্রতিনিধ
spot_img

মিরসরাইয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় চাঁন মিয়া (২১) নামের এক ভটভটি চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশি নগর পার্কের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া উপজেলার মিঠাছরা বাজারের বস্তি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, অজ্ঞাত বাসটি পাটিবোঝাই ভটভটিকে ধাক্কা দিলে চালক মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বাসটি আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ