spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারগ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকান্ড, দগ্ধ হয়ে দোকানীর মৃত্যু

গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকান্ড, দগ্ধ হয়ে দোকানীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
spot_img

কক্সবাজারের রামুতে গ্যাস সিলিন্ডার দোকানে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ দোকানী শফিউল্লাহ (১৮) ঘটনার ৭দিনের মাথায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

গত ১৭ আগষ্ট উপজেলার রাজারকুল পাঞ্জেগানা বাজারে একটি গ্যাসের চুলা টেস্ট করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় শফিউল্লাহ। এসময় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে যায়।

সূত্র জানায়, স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থা অবনতি হওয়াই ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাটানো হয়েছিল।

শফিউল্লাহ পাঞ্জেগানা ঘোনার পাড়া এলাকার মো. ইবনে আমিনের ছেলে। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, খবরটি খুবই বেদনার। ওইদিন অগ্নিকান্ডে তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়ে ছিল চিকিৎসক। কিন্তু শেষ পর্যন্ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সপ্তাহের মাথায় মৃত্যুর কাছে হার মানলেন দোকানি শফিউল্লাহ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ