spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদলাইফষ্টাইলসঠিক নিয়মে কন্ডিশনার ব্যবহার করছেন তো?

সঠিক নিয়মে কন্ডিশনার ব্যবহার করছেন তো?

লাইফস্টাইল ডেস্ক
spot_img

 

চুলের যত্নে শুধু শ্যাম্পুই যথেষ্ট নয়। চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও চুল পড়ার সমস্যা বন্ধ করতে কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কিন্তু কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলা প্রয়োজন।

এক.
অনেকেই গোসলের সময় তাড়াহুড়ো করে কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। এই অভ্যাসে বদলে ফেলুন। চুল বেশ রুক্ষ হয়ে গেলে শ্যাম্পু করার পরে তাকে আঁচড়ে এক জায়গায় রাখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ছোট চুল উড়তে থাকে, অস্বস্তি বোধ হয়। চুলের সাইন ধরে রাখতে, রুক্ষতা দূর করতে কন্ডিশনার ব্যবহার করতেই হবে।

দুই.
চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুল করেও কন্ডিশনার ব্যবহার করবেন না। এতে মাথার ত্বক তৈলাক্ত হয়ে যাবে। চুলের মাঝ বরাবর থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার ভালো করে ব্যবহার করুন।

তিন.
অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করা যাবে না। চুল কতটা লম্বা সেই অনুযায়ী পরিমাণ মতো কন্ডিশনার দিতে হবে। চুলে বেশি মাত্রায় কন্ডিশনার ব্যবহার করলে মাথার ত্বক বেশি তৈলাক্ত হয়ে যাবে। ফলে চুল ঝরার সমস্যা বেড়ে যেতে পারে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ