পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আদিয়া খাতুন (২৩) নামের এক নারীকে জবাই করে হত্যা করেছেন তার স্বামী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী নুর কামাল।
শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫ এর এ ডি/৬ ব্লকের নিজেদের বসতঘরে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ২৫ নম্বর ক্যাম্প মাঝি নুরুল আমিন।
নিহত আদিয়া খাতুন (২৩) টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে।
আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, আদিয়া খাতুন-নুর কামাল দম্পতির মাঝে পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়া চলে আসছিল বলে জেনেছি। শুক্রবার সবাই যখন রোহিঙ্গা গণহত্যার ছয় বছর পুরণের দিনে সমাবেশ নিয়ে ব্যস্ত ওই সময়ে জানতে পারলাম, নিজ বসত ঘরে সকাল ৯টার দিকে তাদের মাঝে আবারো ঝগড়া লাগে। এসময় স্বামী নুর কামাল উত্তেজিত হয়ে স্ত্রী আদিয়া খাতুনকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আমরা এপিবিএন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ২৫ নম্বর আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫ এ ডি/৬ ব্লক থেকে আদিয়া খাতুন নামের এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।