spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামযাত্রীবেশে ইয়াবা পাচার, আটক ২

যাত্রীবেশে ইয়াবা পাচার, আটক ২

মিরসরাই প্রতিনিধি
spot_img

যাত্রীবেসে ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর অংশের জেকির দোকানের সামনে ঢাকাগামী ফতেহআলী বাস তল্লাসী করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের পানখালী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র নুরুল আলম (৫৬) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার রমজান নগর ইউনিয়নের কলনী পাড়ার ছোবহান আলী গাজীর পুত্র মোহাম্মদ আলী (৪৭)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের তল্লাসী করে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরো বলেন, আটককৃতরা যাত্রী বেসে প্রায় সময় চট্টগ্রাম থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করতো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ