spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানের সীমান্তে নদীতে পড়ে যুবক নিখোঁজ

বান্দরবানের সীমান্তে নদীতে পড়ে যুবক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
spot_img

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নদীর পারাপার হতে গিয়ে পানিতে ডুবে দেলোয়ার হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ঘোনার পাড়া এলাকার উলুবনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৩৫ ও ৩৬ পিলার মাঝামাঝি মক্কর টিলা (জোড়া ব্রিজ) নামক স্থানে গরু চরাতে যান। হঠাৎ বৃষ্টিতে উজান থেকে পানি ঢল আসতে শুরু করে। এসময় নদীর পারাপার করার সময় পাহাড়ি ঢলের স্রোতে পানির নিচে পড়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ছুটে যান জনপ্রতিনিধিসহ বিজিবি সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেলে উখিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা তৎপরতা চালিয়েও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদ হোসেন জানান, কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরও যুবকের সন্ধান মেলেনি। তাছাড়া একদিকে সীমান্তবর্তী নদী অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতেই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ