spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

spot_imgspot_imgspot_imgspot_img

চবি প্রতিনিধি »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. শিরীণ আখতার।

রবিবার (১৬ জুন) উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে চবি বঙ্গবন্ধু চত্বরে এ পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রক্টর, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে উপাচার্য দপ্তরের সভাকক্ষে সকলের উপস্থিতি ও অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশ-জাতির উন্নয়ন-অগ্রগতি এবং কল্যাণ কামনাসহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে চবি উপাচার্য দপ্তরে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ