spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামহালদায় মা-মাছ শিকারের অভিযোগে আটক ১, জাল জব্দ

হালদায় মা-মাছ শিকারের অভিযোগে আটক ১, জাল জব্দ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

হালদা নদী থেকে মা-মাছ শিকারের আভিযোগে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আমতুয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দসহ মা-মাছ শিকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

আটককৃত মাছ শিকারীর নাম আলমগীর প্রকাশ আইয়ুব। সে একই এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে।

রবিবার (১৬ জুন) রাত সাড়ে ১১ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, আইয়ুব পেশাদার জেলে না আবার গরীবও না। স্থানীয়রা জানান, তার গরু, জমি ও দোকান আছে। তারপরও প্রায় প্রতিদিনই আমতলি বাজারের পাশে হালদা নদীতে ঘেরা জাল বসিয়ে মা মাছ শিকার করেন আলমগীর প্রকাশ আইয়ুব। আমতলি বাজারের পাশ থেকে কিছুদিন আগেও তার জাল জব্দ করা হয়েছিল। এরপরও প্রতিনিয়ত মা-মাছ শিকার করছে সে।

তিনি বলেন, মা-মাছ শিকার করার অপরাধে আইয়ুবকে আটক করা হয়েছে।

সকলের সহযোগিতা না পেলে মা মাছ শিকার বন্ধ করা আসলেই মুশকিল বলে উল্লেখ করে মা মাছ রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ