বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার টিএসআই সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দিয়েছেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার শাহাবুদ্দিন আহমদ জানান।
তিনি বলেন, সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার হন পুলিশের টিএসআই সিদ্দিকুর রহমান।
এ ঘটনায় ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খান তদন্ত করছেন।
বাংলাধারা/এফএস/এমআর