spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদখেলাধূলাসন্দ্বীপে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সন্দ্বীপে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

spot_img

সন্দ্বীপ প্রতিনিধি »

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সন্দ্বীপ পৌরসভার আয়োজনে আজ (১৬’ই জুন, রবিবার) উদ্বোধন হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯।

সন্দ্বীপ পৌরসভাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় সহকারী শিক্ষক কামরুজ্জামান কচি ও আল-আমিন তানিমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্যা টিটু।

জাতীয় সংগীত ও শরীর চর্চা প্রদর্শনীর মাধ্যমে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্যে মেয়র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও আয়োজনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ, খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ ও সুন্দর প্রজন্ম পেতে পারি। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় ও সংস্কৃতিক চর্চায় মনোনিবেশকারীরা কখনোই অনৈতিক কাজে সম্পৃক্ত হয়না ফলে মাদকমুক্ত প্রজন্মও আমরা প্রত্যাশা করতে পারি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সন্দ্বীপ উপজেলা ক্রিয়া সংস্থার কর্মকর্তাগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলো।

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কাজিরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হুমায়ুন কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলায় হুমায়ুন কবির সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ