spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যচবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে প্রণব মিত্র

চবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে প্রণব মিত্র

spot_img

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বর্তমান সিনিয়র সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী। প্রফেসর আলী আজগর চৌধুরীর প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) থেকে প্রক্টরের দায়িত্ব পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ। তিনি বলেন, প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও বর্তমান সিনিয়র সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। প্রক্টররিয়াল বডির অন্যান্য সদস্যরাও পরবর্তী প্রক্টর না আসা পর্যন্ত বহাল থাকবেন।

তিনি আরও বলেন, প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রণব মিত্র এই দায়িত্ব পালন করবেন।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ