spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনপাবেলের নতুন গান ‘আইজ কাইল আঁই আইলে’

পাবেলের নতুন গান ‘আইজ কাইল আঁই আইলে’

বিনোদন ডেস্ক
spot_img

তরুণ কণ্ঠশিল্পী পাবেল সংগীতে নিয়মিত। নতুন নতুন গান উপহার দিয়ে থাকেন শ্রোতাদের। তারই ধাবাহিকতায় এ গায়ক এবার নিয়ে এসেছেন ‘আইজ কাইল আঁই আইলে’ শিরোনামের একটি গান।

‘আইজ কাইল আঁই আইলে’ শিরোনামের গানের কথা ও সুর করেছেন সিরাজুল ইসলাম আজাদ। গানটির সংগীত পরিচালনা করেছেন আদিব কবির।

গানটি সম্পর্কে শিল্পী বলেন, চট্টগ্রামের এই আঞ্চলিক গানটা আমার এতো পছন্দের যে গেয়েই ফেললাম। আশা করি সবার খুব ভালো লাগবে। এর আগের মিউজিক ভিডিও ‘দিওয়ানা’ ও চাটগাঁইয়া হেডম নাটকে গাওয়া ‘ও বদ্দা’ গানে বেশ ভালো সাড়া পেয়েছি। গান দুটো পাবেল নামের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

গানটি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন পাবেল নিজেই। সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন মেধা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ