spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকধর্ষণের শাস্তি ‘নপুংসক ইনজেকশন’

ধর্ষণের শাস্তি ‘নপুংসক ইনজেকশন’

spot_img

বাংলাধারা ডেস্ক »

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে শিমু ধর্ষণের ঘটনা। শিশু ধর্ষণ রুখতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে নতুন এক আইন পাস করা হয়েছে । এই আইন অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণ করলে ধর্ষককে ইনজেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে নপুংসক করে দেওয়া হবে।  

জানা গেছে, শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতে এই আইন করা হয়েছে। এই ইনজেকশন একবার পুশ করলে ধর্ষক দ্বিতীয়বার কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। তাকে সারাজীবন ধরে বয়ে বেড়াতে হবে এই পাপের শাস্তি।

ওই আইন অনুযায়ী, কোনো অপরাধী যদি জেলে থাকেন তবে তাকে তখন ইনজেকশন দেয়া হবে না। তবে প্যারোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে এটি পুশ করা হবে। কোনো কারণে তিনি যদি ইনজেকশন নিতে রাজি না হন, তাহলে আজীবন তাকে জেলেই থাকতে হবে ৷ কখনইও বাইরে আসতে পারবেন না।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ