spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদঅর্থনীতিচট্টগ্রাম চেম্বারের পরিচালনা পর্ষদ থেকে তানভীরের পদত্যাগ

চট্টগ্রাম চেম্বারের পরিচালনা পর্ষদ থেকে তানভীরের পদত্যাগ

spot_img

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। বুধবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এছাড়া আমার অন্য কোনো কারণ নেই।

সিসিসিআই সূত্রে জানা গেছে, সৈয়দ মোহাম্মদ তানভীরের পদত্যাগপত্রটি জমা নেওয়া হলেও এটি কার্যকর বা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নতুন কমিটি গঠিত হয়। সেখানে পরিচালক পদে নির্বাচিত হন সৈয়দ মোহাম্মদ তানভীর।

এর আগে তিনি সিসিসিআইর পরিচালক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তানভীর ২০১৯-২০২১ ও ২০২১-২৩ মেয়াদে যথাক্রমে সিসিসিআইয়ের পরিচালক ও সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ