বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ওভারব্রিজের উপর রাস্তা পার হওয়ার সময় সিটি বাসের ধাক্কায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায় নি। তবে আনুমানিক বয়স (৪০)। ঘটনার পর বাসে থাকা যাত্রীরা চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক রাত দশটায় দিকে ওই মহিলা দেওয়ানহাট ওভার ব্রিজের মাঝ ববরাবর রাস্তা পারাপারের সময় জিইসিমুখী একটি সিটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বাংলাধারাকে বলেন, দেওয়াহাট ওভার ব্রিজে সড়ক পারাপারের সময় অজ্ঞাত এক মহিলাকে বাস চাপা দিলে ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। বাসের চালক-হেলপার পুলিশি হেফাজতে রয়েছে। ঘাতক বাসটি (মা এক্সপ্রেস,চট্টমেট্রো-জ ১১-১৮২০)জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম