spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম‘মানবসভ্যতার ইতিহাসকে জানতে হলে শিক্ষার বিকল্প নেই’

বোয়ালখালী ছাত্র ইউনিয়নের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘মানবসভ্যতার ইতিহাসকে জানতে হলে শিক্ষার বিকল্প নেই’

বোয়ালখালী প্রতিনিধি
spot_img

মানবসভ্যতার ইতিহাসকে জানতে হলে শিক্ষার বিকল্প নাই। শিক্ষা কি? শিক্ষা হল অজানাকে জানার কৌতুহল,অচেনাকে চেনার কৌতুহল। আমাদের প্রতিদিনের গল্পই আগামীকালের ইতিহাস। ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে হয় আমরা অন্যকে নিয়ন্ত্রণ করছি অথবা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। এই এক নিরন্তর অস্তিত্বের যুদ্ধ। এ যুদ্ধে যার ইতিহাসজ্ঞান যত, তার টিকে থাকার সম্ভাবনাও তত। ইতিহাস শুধু যে শেখায় তা নয়, অনুপ্রাণিত করে নিজেকে জানার; নিজেকে বোঝার একটি মাপকাঠি খুঁজে পাওয়া যায়।

চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী শাখার উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা কমরেড সুনিল চক্রবর্তী ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন বোয়ালখালী শাখার সভাপতি হিমেল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শুভ্রা চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন কমরেড অধ্যাপক কানাই দাশ।

ইয়াছিন আরাফাত ও জান্নাতুন ফেরদৌসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সভাপতি কমরেড মোহাম্মদ আলি, কমরেড নজরুল ইসলাম আজাদ, সেহাবউদ্দিন সাইফু, অলক দাশ, জামাল আবদুল নাছের, শিক্ষক তাপস চক্রবর্তী, উদিচী বোয়ালখালী শাখার সভাপতি ডা. অসীম কুমার চৌধুরী, অ্যাড. শওকত আলী, অধ্যাপক নাজিম মুরাদ, অলক দাশ, ডা. মিহির বরণ বড়ুয়া,মুহিবুল্লাহ খান, খেলাঘর বোয়ালখালী শাখার সভাপতি আবুল ফজল বাবুল,এড. শৈবাল আদিত্য, শিক্ষার্থী জান্নাতুল মাওয়া,নিলয় চৌধুরী, মহিউদ্দিন জিসান, অপূর্ব চক্রবর্তী ও জ্যেতি চৌধুরী।

এসময় উপজেলা ছাত্র ইউনিয়ন শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে এসএস সিতে ১৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ