spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামরাউজানে স্কুল কক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজানে স্কুল কক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের রাউজানে হুলুদিয়া ইউনিয়নের উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ। বুধবার (১৯ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার এসআই টুটন মজুমদার।

নিহতের নাম- জাহাঙ্গীর আলম (৫৮)। তিনি ওই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। স্কুলের কাছেই তার বাড়ি। স্থানীয়রা জানায়, জাহাঙ্গীরেরর স্ত্রী সন্তান নেই। আগে ঠেলাগাড়ি চালাতেন। কয়েক বছর আগে স্কুলে নৈশপ্রহরীর কাজ নেন তিনি।

রাউজান থানার এসআই টুটন মজুমদার বাংলাধারাকে জানান, স্কুলের ক্লাসরুমে লাশটি ঝুলন্ত ছিল। মৃতদেহে কোনো জখমের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ