spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবায়েজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বালুচড়া এলাকায় রাজা মিয়া কমিশনারের বাড়ি সংলগ্ন একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মো. শাহেদ (৩০)। শাহেদ ওই এলাকার কবির আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শাহেদ। আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ