হালকা চোট নিয়ে অস্বস্তিতে থাকায় বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। এবার ইন্টার মায়ামির হয়েও বিশ্রামে থাকবেন আর্জেন্টাইন মহাতারকা। তাই আজ (শনিবার) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষের ম্যাচ খেলতে তিনি দলের সঙ্গে যাননি।
এমএলএস-এর ম্যাচটি খেলতে ইতোমধ্যে প্রতিপক্ষের শহরে উড়াল দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। দলের সঙ্গে মেসি না যাওয়ার কারণও জানিয়েছেন কোচ জেরার্দো টাটা মার্টিনো। একইসঙ্গে জানিয়েছেন দলের প্রধান এই তারকার গুরুতর কোনো চোট নেই, তবে তার কিছুটা অস্বস্তি ও ক্লান্তি রয়েছে। সে কারণে কৃত্রিম ঘাসের মাঠে এই মৌসুমে প্রথমবারের মতো নামা হচ্ছে না মেসির।
মেসিকে বিশ্রামে রাখার মূল কারণ হিসেবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ইউএস ওপেন কাপের ফাইনালে আগামী ২৭ সেপ্টেম্বর মাঠে নামবে ইন্টার মায়ামি। হোস্টন ডায়নামেরা বিপক্ষে সেই ম্যাচটিতে পুরো ফিট মেসিকেই পেতে চান টাটা মার্টিনো।
এখন পর্যন্ত মায়ামির জার্সিতে মেসি ১১ ম্যাচে করেছেন ১১ গোল। টানা গোল করার মাঝে তিনি ন্যাশভিলে ও লস অ্যাঞ্জেলসের বিপক্ষে কেবল গোল পাননি। আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে মেসি ইতোমধ্যে মায়ামির ট্রেনিংয়েও ফিরেছেন।