spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিরসরাইয়ের শামস

ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিরসরাইয়ের শামস

নিজস্ব প্রতিবেদক
spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে (হাউজ অব কংগ্রেস) অনুষ্ঠিত হলো সদ্য প্রয়াত সাবেক কংগ্রেসম্যান ডন বঙ্কারের সম্মানে এক স্মরণসভা। এ স্মরণসভায় বাংলাদেশী একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মোঃ শামছুল আলম চৌধুরী।

বৃহষ্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে আয়োজিত এ স্মরণসভায় কংগ্রেসম্যান ডন বঙ্কারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামছুল আলম চৌধুরীকে আমন্ত্রণ জানানো হলে অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সিনেটর ডেভিড ইয়াং, সিনেটর পল ট্রিবল, কংগ্রেসম্যান জিম স্ল্যাটারি ও কংগ্রেসম্যান ক্লিফ স্টার্ন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সিনেটর , কংগ্রেসম্যান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ও কংগ্রেসম্যান ডন বঙ্কারের পরিবারের সদস্যগণ।

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামস চৌধুরী কংগ্রেসম্যান ডন বঙ্কারের সাথে তার দীর্ঘদিনের সুসম্পর্কের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন ও ডন বঙ্কারকে বাংলাদেশের মানুষের অকৃত্তিম বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি আগামী দিনগুলোতে ডন বঙ্কারের মতো বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য উপস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সিনেটর , কংগ্রেসম্যানসহ সকলকে অনুরোধ করেন। ২ ঘন্টা স্থায়ী অনুষ্ঠানটি শেষে অংশগ্রহণকারী সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের সাথে শামস চৌধুরী ও তার বড় ছেলে শিহাব চৌধুরী ও পুত্রবধূ ফাবিহা নায়ীম চা চক্রে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ