বাংলাধারা ডেস্ক »
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে নাজাং ইয়াং ফাং নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চীনা নাজাং ইয়াং ফাং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকদের সঙ্গে সেখানে কর্মরত চীনা নাগরিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আট চীনা নাগরিক আহত হন। পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিনের তত্ত্বাবধায়নে মঙ্গলবার ছয় চীনা নাগরিককে শেবাচিম হাসপাতালে আনা হয়।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে হাসপাতালে ছয় চীনা নাগরিককে ভর্তি করানো হয়। এদের বয়স ২৬ থেকে ৬০ বছরের মধ্যে। এর মধ্যে একজনকে অর্থোপেডিক্স ও পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) কাজ করার সময় উঁচু জায়গা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হন। এতে অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে গতরাতে চীনা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাংলাদেশি শ্রমিকরা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি