মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৫৩) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন যাত্রী। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি ডোবায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, অর্থনৈতিক অঞ্চলের ম্যাকডোনাল্ড স্টীল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে পানিতে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হয়। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়াধর জানান, অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় একজন লোক হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত কয়েক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।