বাংলাধারা ডেস্ক »
ডিজিটাল প্লাটফর্মে মাতৃভাষার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এবার বাংলায় লেখা প্রতিটি স্থানীয় এসএমএসের চার্জ কমিয়ে ২৫ পয়সা নির্ধারণের জন্য মোবাইল ফোন অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বেশ কয়েকবছর আগে সর্বোচ্চ ৫০ পয়সা করে চার্জ নির্ধারিত করে দেওয়া অন্যান্য এসএমএসের ব্যাপারে বিটিআরসির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।
বিটিআরসি গত বৃহস্পতিবার (১৩ জুন) এই নির্দেশনা জারি করে মোবাইল অপারেটরগুলিকে আগামীকাল (২০ জুন) থেকে এই ব্যবস্থা কার্যকর করতে বলেছে।
টেলিকমিউনিকেশন ব্যবসায় বাংলা ভাষার ব্যবহার বাড়াতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশনা অনুয়াযী মোবাইল ফোন অপারেটরগুলোকে বাংলায় এসএমএসের জন্য ২৫ পয়সা চার্জ নির্ধারণ করতে বলা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর