চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার উদ্যেগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো মামুন।
”সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই শ্লোগানকে সামনে রেখে কাউন্সিলর মো জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো তারেকুল ইসলাম, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, সিরাজুল হক, আরিফ উদ্দীন জুয়েল, হাজী নাছের আলী, মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন নিলু ও সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর।
মেয়র জহুরুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে জনগণকে সম্পৃক্ত করতেই দিবসটি পালন করা হচ্ছে।