বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান বলেছেন, তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশকে অবশ্যই ফ্যাশন শিল্পে লিড টাইম কমাতে হবে। এছাড়াও পোশাক শিল্পের জন্য দ্রুততর ও মসৃণ সেবা প্রদান নিশ্চিত করতে কাস্টমস সংশ্লিষ্ট পদ্ধতিগুলো সহজীকরণ এবং সকল বাধা অপসারণ অতীব জরুরী।
সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে কাস্টমস হাউজে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদলের বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
এসময় পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য জন্য পরিষেবাগুলোকে আরও দ্রততর এবং সহজতর করার জন্য কাস্টম হাউসের প্রতি আহবানসহ পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বব্যাপী মূদ্রাস্ফীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, তার প্রভাবে পোশাকের অর্ডারে মন্দাভাবের বিষয়টিও তুলে ধরেন। এছাড়াও এই চ্যালেঞ্জিং সময়ে শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পোশাক শিল্পে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
বিজিএমইএ প্রতিনিধিদল কাস্টমস কমিশনারকে কাস্টমস সংক্রান্ত সেবাগুলো নিয়ে পোশাক রপ্তানিকারকদের বিভিন্ন সমস্যার কথা অবহিত করেন।
তারা কাস্টমস কর্তৃপক্ষকে সমস্যাগুলো সমাধান এবং পোশাক শিল্পের জন্য পরিষেবাগুলোকে সহজতর করার জন্য তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহনের জন্যও আহবান জানান।
কাস্টমস কমিশনার প্রত্যুত্তরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন। বৈঠকে তিনি বিজিএমইএ প্রতিনিধিদলের উদ্বেগের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং কাস্টমস বিষয়ক সমস্যাগুলোর সমাধান এবং পোশাক রপ্তানিকারকদের জন্য কাস্টমস পরিষেবা বাড়ানোর বিষয়ে কাস্টমস হাউজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), পরিচালক এম. এহসানুল হক, সাবেক পরিচালকদ্বয় অঞ্জন শেখর দাস এবং হেলাল উদ্দিন চৌধুরী, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ার এর চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ক্যাশ ইনসেনটিভ এর চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাষ্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মোঃ জাকির হোসেন, যুগ্ম কমিশনার তফসীর উদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আখতার হোসেন, সাধারন সম্পাদক কাজী মাহমুদ ইমাম এবং বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদারসহ কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাগণ।