কক্সবাজারের পাহাড়-সমুদ্র ও প্রকৃতির মিতালি দেখতে পর্যটক এবং স্থানীয়দের জন্য চালু হচ্ছে ‘বার্ডস আই ভিউ’ নামে হেলিকপ্টার রাইড সার্ভিস। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে এ সেবা যাত্রা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এসটিএম জাফর আলম সম্মেলন কক্ষে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল বিষয়ে অবহিত করতে আয়োজন করা প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আরো বলেন, কক্সবাজার নৈঃস্বর্গিক সৌন্দর্য্যের একটি শহর। একদিকে বিশাল সাগর, আরেক দিকে সবুজ পাহাড়, মাঝখানে প্রায় ৮০ কিলোমিটার দৈর্ঘ্য পিচঢালা মেরিনড্রাইভ। আকাশ থেকে এ তিনের সম্মিলনটা অপরূপ রাগে। যা নিজে না দেখলে মিস করা হবে। স্বল্প খরচে সেই নৈঃস্বর্গিক সৌন্দর্য্য অবলোকনে পর্যটকদের জন্য হেলিকপ্টার রাইড চালু করা হচ্ছে। চলতি বছরের পর্যটন মেলা দিয়ে উদ্বোধন করা এ রাইড চাহিদার ভিত্তিতে সারা বছরই সচল রাখার উদ্যোগ চলছে। মেলা উপলক্ষ্যে হেলিকপ্টার রাইডেও বিশেষ ছাড় রয়েছে।
পর্যটনে হেলিকপ্টার সার্ভিস চালু করা ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড হেলিকপ্টার সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এম. রেজাউল করিম রেজা বলেন, প্রকৃতিপ্রেমী পর্যটকদের বৈচিত্রময় অভিজ্ঞতায় ভরে তুলতে আমরা একটি হেলিকপ্টার নিয়ে আকাশ ভ্রমণ সেবা চালু করছি। ২০ কিলোমিটার দৈর্ঘের আকাশ পথে আসা-যাওয়া এবং উপভোগ্য স্থিতির সময় একবারের জন্য ১০ মিনিটে জনপ্রতি ৫ হাজার ৫০০ টাকা বিনিময় ধার্য্য করেছি। পর্যটন মেলা ও বিচ কার্নিভাল উপলক্ষ্যে ১০ শতাংশ ছাড় দেয়া হবে বিনিময় মূল্যে। ০১৬১৮০৯৯০৮৯-এ নাম্বারে যোগাযোগ করে যেকেউ চাইলে আমাদের সেবা নিতে পারেন।
জেলা প্রশাসক বলেন, পর্যটন মেলাস্থল সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখা হবে। সপ্তাহব্যাপী এ আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কাম্য। বিশেষ করে যেসব হোটেল-রেস্তোরাঁ ছাড়ের ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করছে কিনা, তদারকি করা হবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে; বিশ্ব দরবারে কক্সবাজারের মানমর্যাদা বাড়ে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।
সভায় পৌর মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, বীচ কার্নিভাল নিজেদের অনুষ্ঠান মনে করে পৌর পরিষদ পরিচ্ছন্নতাসহ অন্য সকল প্রস্তুতি শুরু করেছি।
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, মেলা ও আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ তৎপর থাকবে। সেভাবেই প্রস্তুতি নেয়া আছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান পর্যটন মেলা ও বীচ কার্নিভাল ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতির কথা জানান। পর্যটন সেবা সুবিধা-অসুবিধা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমের (০১৩২০১৬০০০০) নাম্বারে যোগাযোগের আহবান জানান তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসাইনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তি, হোটেল-মোটেল মালিক সমিতি, কটেজ মালিক সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্যুর অপারেটর এসেসিয়েশন নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।