spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামরাঙ্গুনিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রাঙ্গুনিয়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণ কাজ বন্ধ ও উচ্ছেদে করেছে প্রশাসন। উচ্ছেদের পর সেই নির্মাণ কাজ ফের শুরু করেন মরিয়ম নগরের ফুলগাজী এলাকার ফারুক। সেই খবরে আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের জেরে দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি মো. ইমরান হোসেনকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি অভিযোগ উঠেছে স্থাপনা নির্মাণকারী ফারুকের বিরুদ্ধে।

এই হত্যা হুমকির অভিযোগ এনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া থানায় ডায়েরি করেছেন সংবাদিক ইমরান হোসেন।

জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফুলগাজী এলাকায় জানাজার মাঠের পশ্চিমে সরকারি খাস জমিতে পাকা বাড়ি নির্মাণ করছেন ওই এলাকার শাহ আলমের পুত্র ফারুক। পরে খবর পেয়ে বাধা দেয় উপজেলা প্রশাসন। প্রশাসনের বাধা অমান্য করে আবারও ঘর নির্মাণ অব্যাহত রাখে ফারুক। বিষয়টি জেনে গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে উচ্ছেদ চালায় উপজেলা সহকারী কমিশনারের প্রতিনিধি দল। কিন্তু সহকারী কমিশনারের প্রতিনিধি উচ্ছেদ করার পরেও একইদিন রাতে আবারও নির্মাণ কাজ শুরু করে ফারুক। এদিকে অভিযানের সংবাদ সংগ্রহের জেরে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ইমরানকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালি ও প্রাণনাশের হুমকি দেন স্থাপনা নির্মাণকারী ফারুক।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন বলেন, ‘সরকারি জায়গায় স্থানীয় এক ব্যক্তি ঘর নির্মাণ করছে— জেনে আমরা তা উচ্ছেদ করি। কিন্তু এরপরেও তিনি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে- শুনে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আবার উচ্ছেদ করি। এরপরও যদি আইন অমান্য করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেব।’

এদিকে উপজেলা প্রশাসনের সে উচ্ছেদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মুঠোফোনে ফারুকের হুমকির শিকার হন সাংবাদিক ইমরান হোসেন। মূলত সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিক ইমরানের ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন ফারুক।

জানতে চাইলে সাংবাদিক ইমরান বলেন, ‘সরকারি জায়গায় উচ্ছেদ চালিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করাতে ঘর নির্মাণকারী ফারুকের বক্তব্য নেওয়ার আগেই তিনি আমার ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি রাঙ্গুনিয়ার ইউএনও, অ্যাসিল্যান্ড ও রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি।’

সংবাদকর্মী ইমরানকে প্রাণনাশের হুমকির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত ফারুক বলেন, ‘আমি রাগের মাথায় ইমরানকে গালি-গালাজ করেছি, এ জন্য আমি দুঃখি।’

সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকির কল রেকর্ড সংরক্ষিত আছে— এমন প্রসঙ্গ টেনে জানতে চাইলে হুমকির বিষয়টি স্বীকার করেন ফারুক।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সাংবাদিক ইমরানকে হুমকির বিষয়টি জেনেছি। এর আইনগত ব্যবস্থা নেব।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ