spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারআত্মস্বীকৃত ইয়াবা কারবারি আলী গ্রেফতার

আত্মস্বীকৃত ইয়াবা কারবারি আলী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের শীর্ষ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর একটি টিম। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসাইন শামীম।

আটক মোহাম্মদ আলী (৪০) কক্সবাজারের টেকনাফের মৌলভীপাড়ার বাসিন্দা মৃত হাজী কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসাইন শামীম বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টাসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন ইয়াবা ব্যবসায়ীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও ইয়াবা দিয়ে আত্মসমর্পণ করে ছিলেন। সে সময় আলীসহ ৭৪ ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের ইন্টেলিজেন্স বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ইন্টেলিজেন্স বিভাগের সমন্বিত টিম।

কিন্তু জামিনে এসে স্বাভাবিক জীবনের বদলে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন আলী। সর্বশেষ ২০২১ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে কক্সবাজার ও টেকনাফ মডেল থানায় পৃথক দুটি মাদক মামলা হয়। এরপর আত্মগোপনে চলে যায় মুহাম্মদ আলী। এ অবস্থায় তাকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যার। গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী থেকে তাকে আটক হয়েছে।

পরে আলীকে পরোয়ানামূলে আটক দেখিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব এর এ কর্মকর্তা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ