আনোয়ারা উপজেলার চাতরী গ্রামের বৃদ্ধ মো. হোসেন হত্যার প্রধান আসামি গিয়াস উদ্দিন প্রকাশ গিয়াসুসহ (২০) চার আসামিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য আসামিরা হলো- মামলার ৩নং আসামি মো. মোরশেদ (৩৮), ৫নং আসামি মো. সিফাত প্রকাশ শিহান (১৮) ও ৮নং আসামি কাউছার আক্তার (২৫)।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর চাতরী গ্রামের মুন্সিপাড়া এলাকায় গোয়াল ঘরের একটি টিন খোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ মো. হোসেনের মাথায় আঘাত করে আসামিরা। গুরুতর আহতাবস্থায় মো. হোসেনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিন নিহত মো. হোসেনের মেয়ে সাজিয়া বেগম বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ শুক্রবার সকালে আনোয়ারা থানার এস আই মিন্নত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়াখালীর হাতিয়া থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনসহ চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দেয়। আমরা গোপনে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করি। শুক্রবার সকালে পুলিশ নোয়াখালীর হাতিয়া থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।