spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামরাঙ্গুনিয়ায় যুবলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

রাঙ্গুনিয়ায় যুবলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

আশিক এলাহী, রাঙ্গুনিয়া
spot_imgspot_imgspot_imgspot_img

প্রায় ৭ বছর পর শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে রাঙ্গুনিয়ায় যুবলীগ উজ্জীবিত, স্থানীয় নেতৃবৃন্দের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার রাস্তাঘাট। এবারের উপজেলা কমিটির সভাপতি পদপ্রার্থী ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১০ জন। এর আগে রাঙ্গুনিয়ায় ২০১৭ সালের ২৯ এপ্রিল সর্বশেষ উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছিল।

এদিকে সম্মেলনকে ঘিরে প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকরাও জোর প্রচারণা চালাচ্ছেন। মাঠ-ঘাট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থীদের প্রাচারণা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে কর্মী– সমর্থকদের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। সম্ভাব্য সভাপতি– সম্পাদকদের ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে রাঙ্গুনিয়ার রাস্তাঘাট ও পথপ্রান্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে। এছাড়া নতুন নেতৃত্বে সৎ, যোগ্য ও পরিশ্রমী নেতাদের দেখতে চান বলে জানান স্থানীয় যুবলীগ কর্মীরা।

শনিবার দুপুর ২টায় উপজেলা পৌরসভার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যগ্ম সাধারাণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

যুবলীগের বর্তমান কমিটির সভাপতি এবার প্রার্থী হয়নি। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ সভাপতি পদপ্রার্থী। সামনে জাতীয় নির্বাচনের কথা চিন্তা করে ইউনুচকে সভাপতি করে বদিউল খায়ের লিটনকে সাধারণ সম্পাদক করতে পারে বলে জানান যুবলীগের একটি সূত্র।

এদিকে বদিউল খায়ের লিটন সৎ ও ভদ্র রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিতি রয়েছে। তিনি গতবারও সভাপতি হতে হতে শেষ পর্যন্ত হওয়া হয়নি। এর আগে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগেও একই অবস্থা লিটনের। এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি লিটনকে সভাপতি করে মূল্যায়ন করবেন এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে সাধারণ সম্পাদক করতে পারে বলে জানান আওয়ামী লীগের একটি সূত্র।

এছাড়াও সভাপতি পদপ্রার্থী উপজেলা তাতী লীগের আহবায়ক মোরশেদ তালুকদার। সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল আজম চৌধুরী মুরাদ, সুপায়ন সুশীল, এমএ বাবুল।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ