spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামথাই স্যুপে তেলাপোকা, খুলশীতে ‘ক্যাপিটাল গ্রিল রেস্টুরেন্ট’ সিলগালা

থাই স্যুপে তেলাপোকা, খুলশীতে ‘ক্যাপিটাল গ্রিল রেস্টুরেন্ট’ সিলগালা

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

থাই স্যুপের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগে নগরীর খুলশী টাউন সেন্টারে অবস্থিত ‘ক্যাপিটাল গ্রিল’ নামক রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অনিয়ম পাওয়ায় পার্শ্ববর্তী রেস্টুরেন্ট ‘ভিআর চিটাগাং’ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

মুহাম্মদ হাসানুজ্জামান বাংলাধারাকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি ঘটনা সত্য। ওই রেস্টুরেন্টের রান্না ঘরে প্রবেশ করতেই প্রচুর তেলাপোকা দেখতে পাই। এছাড়া ফ্রিজের ভেতর মাছ-মাংস ও সবজি একসাথে সংরক্ষণ করতেও দেখা যায়। তাই রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছি এবং তাদেরকে আগামীকাল শুনানিতে হাজির হওয়ার আদেশ দিই।

তিনি আরো বলেন, অন্যদিকে ‘ভিআর চিটাগাং’ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পোড়া তেল ও অবৈধ মশলা, নিষিদ্ধ লবণ ব্যবহার ও ৫০০ মিলি লিটার ফ্রেশ পানির অতিরিক্ত মূল্য রাখার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ