spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচাক্তাই ভেড়া মার্কেটে ফের ভয়াবহ অগ্নিকান্ড

চাক্তাই ভেড়া মার্কেটে ফের ভয়াবহ অগ্নিকান্ড

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চাক্তাই ভেড়া মার্কেটে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১’শ টি কাঁচা ঘর, ৩টি টেইলার ও একটি মুদির দোকন পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

খবর পেয়ে নগরীর বিভিন্ন ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন ঘনাস্থলে পৌছে ১১টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলাধারাকে বলেন, ভেড়া মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগ্রাবাদ, চাক্তাই, নন্দনকানন, চন্দনপুরা ও বন্দরের ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ১১ টা ৪০ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়।

তিনি বলেন, আগুনে ১’শ টি কাঁচা ঘর, ৩টি টেইলার ও একটি মুদির দোকন পুড়ে গেছে। তবে কোন তাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ৯জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয় প্রায় ২০০ ঘর।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ