বাংলাধারা প্রতিবেদন »
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দারুণ এক জয় পাওয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। তবে ২০ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে সাইফউদ্দিনকে পাওয়া নিয়ে একটা শঙ্কা থেকে যাচ্ছে বাংলাদেশ দলের।
ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই পিঠের ব্যথা বয়ে বেড়াচ্ছেন সাইফউদ্দিন। সে ব্যথা নিয়েই আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের ম্যাচগুলো খেলেছেন। কিন্তু সব শেষ উইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি বাংলাদেশ দলের কপালে বড় ভাঁজ ফেলেছে। ১৯ জুন বুধবার দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি সাইফউদ্দিনকে।
বৃহস্পতিবার সকালে চূড়ান্ত টেস্ট নেওয়া হবে এই অলরাউন্ডারের। যদি ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন, তবে আর দুঃশ্চিন্তা নেই। তা না হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তার পরিবর্তে দলে জায়গা পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে পেসার রুবেল হোসেনের।
বাংলাধারা/এফএস/এমআর/বি