spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানে আর্মড পুলিশ অভিযানে মোবাইল ফোন ও অর্থ উদ্ধার

বান্দরবানে আর্মড পুলিশ অভিযানে মোবাইল ফোন ও অর্থ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বান্দরবানের অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশে ভূল নাম্বারে যাওয়া অর্থ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার (২ অক্টোবর) দুপুরে আর্মড পুলিশ কার্যালয়ে মোবাইল ও নগদ অর্থ মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

আর্মড পুলিশ জানায়, অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান দিক নির্দেশনায় মোবাইল ও অর্থ উদ্ধারের তৎপরতায় চালায় এএসআই মোঃ রবিউল করিম সিকদারের একটি টিম। এসময় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ৪০টি ও বিকাশে ভুল নাম্বারে যাওয়া সাড়ে পচাত্তর হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরে মোবাইল ও নগদ৷ অর্থ মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আর্মড পুলিশ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের আর্মড পুলিশ সবসময় সজাগ রয়েছে। দেশের চোরাচালান ও মাদক বিরুদ্ধের অভিযান আগামীতেও অব্যহত রয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ