spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারটেকনাফ ফিরেছেন সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া দুই শতাধিক পর্যটক

টেকনাফ ফিরেছেন সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া দুই শতাধিক পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বৈরী আবহাওয়া কারনে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া দু’শতাধিক পর্যটক টেকনাফে ফিরেছেন। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পর্যটকবাহী জাহাজ এমভী বার আউলিয়াতে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট পৌছাঁন তার, এমনটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী।

সহকারি কমিশনার (ভূমি) জানান,বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দর গুলো থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ এমভী বার আউলিয়া সোমবার সকালে পর্যটক নিয়ে সেন্টমার্টিন দ্বীপে যায়। বিকেলে ফিরে আসার সময় শুক্রবার দ্বীপে আটকা পড়া পর্যটকদেরও তুলে নিয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে জাহাজটি রওয়ানা দিয়ে সন্ধ্যায় টেকনাফের দমদমিয়া জেটিঘাট নিরাপদে পৌঁছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় শনিবার টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ করে উপজেলা প্রশাসন। এতে করে আগেরদিন সেন্টমার্টিনে রাত্রিযাপনে থেকে যাওয়া দু’শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিল।

তিনি আরো জানান, রবিবার বিকেলে সতর্ক সংকেত প্রত্যাহার করা হলে সোমবার সকালে পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়া টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ৩২০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন দ্বীপে যায়। এরপর দ্বীপে আটকা থাকা পর্যটকসহ সোমবার দিনের ট্রিপে ফিরে আসাদের নিয়ে পুনরায় দমদমিয়া জেটিঘাট জাহাজটি ফিরে আসে জাহাজটি।

সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরত আসা আবু হেনা নামের এক পর্যটক বলেন, হঠাৎ বৈরী আবহাওয়ার ফলে আমরা সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়ছিলাম। তবে দ্বীপে আমাদের কোন ধরনের অসুবিধা হয়নি। আমরা একদিনের জায়গায় আরো দু’দিন দ্বীপের সৌন্দর্য উপভোগ করেছি। নিরাপদে সোমবার সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফ দমদমিয়া জেটিঘাটে ফেরত আসি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকা পড়া পর্যটকরা বিকাল ৩টার দিকে সেন্টমাটিন ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ এমভী বার আউলিয়া করে ফেরত গেছেন। দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের সুবিধা-অসুবিধা খবরাখবর সবসময় রাখা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে এমভি বারো আউলিয়া জাহাজে ৮০০জন পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে যান। বিকেলে জাহাজটি ৬০০ পর্যটক নিয়ে টেকনাফ ফিরে এলেও অন্যরা রাতযাপনের জন্য দ্বীপে অবস্থান করেন।

পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেন আবহাওয়া অধিদপ্তর। পরে উপজেলা প্রশাসন শনিবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ, স্পিডবোট, সার্ভিস ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়।

রবিবার বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ